ব্রাহ্মণবাড়িয়ায় দুই মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 15 April 2025, 31 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে দুই মামলার সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ই এপ্রিল) রাত সাড়ে ১২ টার দিকে হরযপুর ইউনিয়নের নিদারাবাদ থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সিঙ্গারবিল ইউনিয়নের শ্রীপুর গ্রামের ফায়েজ ভুঁয়ার ছেলে সাহেদ ভুঁইয়া (৪০)।

এ বিষয়ে জয়নগর থানার এএসআই মোহাম্মদ আলী জিন্নাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয় ।

এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ রওশন আলী জানান, সাহেদ ভুঁইয়া দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন। তার নামে দুইটা গ্রেফতারি পরোয়ানা ছিল। তাকে আদালতে পাঠানো হয়েছে।

Hello world!

13 January 2025, 11102 বার পড়া হয়েছে,