ব্রাহ্মণবাড়িয়ায় ডেকোরেটার্স এর দোকান থেকে পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে চোরাই মালামাল আত্মসাৎ। গ্রেপ্তার – ১।

ব্রাহ্মণবাড়িয়া, 12 September 2025, 5097 বার পড়া হয়েছে,

মো: সোহাগ রহমান, ব্রাহ্মণবাড়িয়া।

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২৫ ,০:৫২

ব্রাহ্মণবাড়িয়ায় ডেকোরেটার্স এর দোকান থেকে পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে চোরাই মালামাল আত্মসাৎ করেছে সৌরভ নামে এক প্রতারক চোর।

মামলার এজাহার থেকে জানা যায় , গ্রেফতার আসামির নাম সৌরভ চন্দ্র দাস প্র: রিয়াজুল ইসলাম সাইফুল (২৩),পিতা-শিবু চন্দ্র দাস, সাং- দুরুইল,বিটঘর ইউপি, থানা- নবীনগর, জেলা – ব্রাহ্মণবাড়িয়া। বর্তমানে -ভাদুঘর,হুজুর বাড়ির গেইটের পাশে , থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।

মতিন ডেকোরেটার্স এর মালিক মতিন মিয়ার কাছ থেকে ০৭/০৯/২০২৫ তারিখ দুপুর অনুমান ০১.৩০ ঘটিকার সময় আসামি সৌরভ  ও তার সহযোগীরা বিয়ের অনুষ্ঠানের কথা বলে ডেকোরেটার্স এর মালামাল ভাড়া নেয় দুই দিনের কথা বলে কিন্তু দুই দিন অতিবাহিত হওয়ার পর আসামি সৌরভকে দোকানের সামনে পাওয়া গেলে মতিন মিয়া তার দোকানের মালামাল ফেরত চাইলে সৌরভ দোকানের মালামাল ফেরত দিতে তালবাহানা শুরু করলে মতিন মিয়ার সন্দেহ হয়। তখন মতিন মিয়া এলাকার লোকজন জড়োকরে সৌরভ কে জিজ্ঞাসা করিলে সৌরভ স্বীকার করে সে মতিন মিয়ার দোকানের মালামাল শিমরাইকান্দি এক ভাঙ্গারীর দোকানে বিক্রি করিয়া দিয়েছে ২২ হাজার টাকায়।

পরবর্তীতে মতিন মিয়া এলাকার লোকজনের মতামত নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি এজাহার দায়ের করেন এবং পুলিশের সহায়তায় চোরাই মালামাল ব্রাহ্মণবাড়িয়ার শিমরাইল কান্দি, বড় বাড়ি ওয়ার্ড-১১,সিদ্দিকুর রহমানের ছেলে হাবিবুর রহমানের (৫২) ভাঙ্গারির দোকান থেকে উদ্ধার করে। উদ্ধার অভিযানের সময় ভাঙ্গারির দোকানের মালিক হাবিব মিয়া দোকানে উপস্থিত ছিলেন না।

 

 

 

Hello world!

13 January 2025, 66166 বার পড়া হয়েছে,