Hello world!
13 January 2025,
10797 বার পড়া হয়েছে,
নিজস্ব সংবাদদাতা,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগুঞ্জে ট্রেনে কাটা পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে অজ্ঞাতনামা (৬০) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে থানাধীন আশুগঞ্জের তালশহরের নাওঘাট রেললাইন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির (আইসি) এসআই (নিঃ) সুব্রত বিশ্বাস জানান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে থানাধীন তালশহর এলাকায় নাওঘাট রেললাইনে অজ্ঞাত ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধ মারা যায়৷ লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, ওই বৃদ্ধের লাশের পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে ফিঙ্গারপ্রিন্ট নিতে বলা হয়েছে। অজ্ঞাত বৃদ্ধের পরিচয় শনাক্ত না হলে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর লাশটি দাফন করবে।