আজ সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আকাশে পায়রা ও রঙবেরঙের বেলুন উড়িয়ে এবং লাল ফিতা কেটে আইনগত সহায়তা দিবসের দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা আইনগত সহায়তা কমিটির চেয়ারম্যান মোঃ মঈন উদ্দীন। পরে তাঁর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সকাল ৯টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে শহরের কাউতলী মোড় পর্যন্ত হয়ে আবার আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে জেলা লিগ্যাল এইড সহায়তা কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মঈন উদ্দীনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মীর মোঃ এমতাজুল হক- নারী ও শিশু নিঃ দঃ ট্রাইব্যুনাল-১, আয়েশা আক্তার সুমী-অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত, শারমিন জাহান-চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মাহমুদা আক্তার-অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ নেমান মিয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি- একেএম কামরুজ্জামান মামুন, জেলা লিগ্যাল এইড অফিসার-রহিমা আলাউদ্দিন মুন্নি, সুবিধাভোগী লিগ্যাল এইড অফিস- নাসিমা বেগম ও সুবিধাভোগী স্বর্ণালী আক্তার।
অনুষ্ঠানে সিনিয়র ও সহকারী জজ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মী, আইনজীবী, আইনজীবী সহকারী, জেলা ও দায়রা জজ আদালত, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, জেলা লিগ্যাল এইড অফিসের কর্মকর্তা-কর্মচারী, জেলার বিপুলসংখ্যক আইন সহায়তায় উপকারভোগী মানুষজন অংশ নেন।