ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

ব্রাহ্মণবাড়িয়া, 28 April 2025, 12 বার পড়া হয়েছে,
নিজস্ব প্রতিবেদক : “দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই/ লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই” এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে সোমবার (২৮ এপ্রিল) দিনব্যাপী নানান কর্মসূচী পালন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিলো বর্ণাঢ্য র‍্যালি, বিনামূল্যে আইনগত সহায়তা পরামর্শ প্রদান বিষয়ে দিনব্যাপী প্রচারণামূলক মাইকিং কার্যক্রম, আইন সহায়তা ফরম বিতরণ ও আলোচনা সভা।

আজ সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আকাশে পায়রা ও রঙবেরঙের বেলুন উড়িয়ে এবং লাল ফিতা কেটে আইনগত সহায়তা দিবসের দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা আইনগত সহায়তা কমিটির চেয়ারম্যান মোঃ মঈন উদ্দীন। পরে তাঁর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি সকাল ৯টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে শহরের কাউতলী মোড় পর্যন্ত হয়ে আবার আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে জেলা লিগ্যাল এইড সহায়তা কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মঈন উদ্দীনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মীর মোঃ এমতাজুল হক- নারী ও শিশু নিঃ দঃ ট্রাইব্যুনাল-১, আয়েশা আক্তার সুমী-অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত, শারমিন জাহান-চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মাহমুদা আক্তার-অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ নেমান মিয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি- একেএম কামরুজ্জামান মামুন, জেলা লিগ্যাল এইড অফিসার-রহিমা আলাউদ্দিন মুন্নি, সুবিধাভোগী লিগ্যাল এইড অফিস- নাসিমা বেগম ও সুবিধাভোগী স্বর্ণালী আক্তার।

অনুষ্ঠানে সিনিয়র ও সহকারী জজ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মী, আইনজীবী, আইনজীবী সহকারী, জেলা ও দায়রা জজ আদালত, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, জেলা লিগ্যাল এইড অফিসের কর্মকর্তা-কর্মচারী, জেলার বিপুলসংখ্যক আইন সহায়তায় উপকারভোগী মানুষজন অংশ নেন।

Hello world!

13 January 2025, 11349 বার পড়া হয়েছে,