ব্রাহ্মণবাড়িয়ায় ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া, 23 February 2025, 31 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো. সুমন মিয়া (৪৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৩ ফেব্রুয়ারি) তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে সাড়ে ১১টার দিকে উপজেলার নুরপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দীন জানান, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে সুমন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১২ নভেম্বর আখাউড়া থানায় দায়ের হওয়া নাশকতা মামলায় তিনি এজাহার নামীয় আসামি।

Hello world!

13 January 2025, 10931 বার পড়া হয়েছে,