ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উদযাপিত

ব্রাহ্মণবাড়িয়া, 14 March 2025, 18 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ‘আমাদের নদীগুলো আমাদের ভবিষ্যৎ ‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বব্যপী পালিত হচ্ছে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস। দিবসটি উপলক্ষে শুক্রবার (১৪ মার্চ) নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন  তরী বাংলাদেশের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে  ‘নদী রক্ষায় দায়িত্ব ও দায়বদ্ধতা ‘ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদের সভাপতিত্বে সভায় বক্তারা নদী সুরক্ষার উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য প্রদান করেন । উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের সাধারণ সম্পাদক এবিএম মমিনুল হক,জেলা নাগরিক ফোরাম ও সভাপতি সাংবাদিক পীযূষ কান্ত আচার্য, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরি বাপ্পি, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত,বীর মুক্তিযোদ্ধা আবু হুরায়রাসহ প্রমুখ। সভায় বক্তারা নদী রক্ষায় প্রশাসনের পাশাপাশি সবার সক্রিয় অংশগ্রহণের আহবান জানান।

সোহেল রানা ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তরী বাংলাদেশ এর আহবায়ক কমিটির সদস্য ও খালেদা মুন্নী। আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি নদীরক্ষায় করনীয় সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখেন তরী বাংলাদেশ এর সদস্য মাহবুব খাঁন ও সফিউল আলম সুমন, মোহাম্মদ জাবেদ হোসাইন, মো.সাবের হোসাইন, শাহ আলম পালোয়ান।

আলোচনা সভায় বিভিন্ন গণমাধ্যম কর্মী ও সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি আরো উপস্থিত ছিলেন তরী বাংলাদেশ এর আহবায়ক কমিটির সদস্য নাফিজ আহমেদ সেলিম, হৃদয় কামাল, মোস্তফা দেলোয়ার, সদস্য সাদেকুল ইসলাম ভূইয়া,আলমগীর হোসাইম,শাকিল আহমেদ, শাহগীর মৃধা, আব্দুল্লাহ আল মাহমুদ, আব্দুল হেকিম, জুবাইদুর রহমান মেহেদীসহ প্রমুখ।

Hello world!

13 January 2025, 10946 বার পড়া হয়েছে,