বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ১ জনকে গ্রেফতার 

ব্রাহ্মণবাড়িয়া, 2 February 2025, 45 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা হতে মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল রবিবার (২ ফেব্রুয়ারী) আনুমানিক ০৪:৩০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পূর্ব কাশিনগর এলাকায় মাদক বিরাধী অভিযান পরিচালনা করে ২০০ বোতল ফেনসিডিলসহ ১ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন – মোঃ মুসলিম আহমদ (২৫), ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কাশিনগর গ্রামের দুলাল মিয়ার ছেলে।
পরবর্তী আইনগত ব্যবস্হা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার জানান,
এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন র‌্যাব-৯, সিলেট এর গোয়ন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

Hello world!

13 January 2025, 11007 বার পড়া হয়েছে,