বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় লাইনম্যানকে লক্ষ্য করে গুলি

সারাদেশ, 24 September 2025, 49 বার পড়া হয়েছে,

ক্রইম সন্ধান ডেস্ক

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২৫ , ২৩:১৩

৪ মাসের বিদ্যুৎ বিল পরিশোধ না করায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সময় পল্লী বিদ্যুৎ অফিসের ২ লাইনম্যানকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে এক গ্রাহকের বিরুদ্ধে । এ সময় লাইনম্যানদেরকে মারধর করে আহত করা হয়।

সোমবার (২২ সেপ্টেম্বর) কুষ্টিয়ার ভেড়ামারায় এ ঘটনা ঘটে। আহত লাইনম্যানরা হলেন সোহাগ মিয়া ও রাহুল। এ ঘটনায় ভেড়ামারা থানায় আব্দুর রহিম নামে একজনকে আসামি করে মামলা দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার।

ভেড়ামারা থানা পুলিশ ও বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, ভেড়ামারার মাধবপুর গ্রামের তাজমল হোসেন পল্লী বিদ্যুতের আবাসিক মিটারের গ্রাহক। তার চার মাস বিদ্যুৎ বিল বকেয়া ছিল। বিল পরিশোধ করার জন্য বার বার তাকে জানানো হয়। পল্লী বিদ্যুৎ কর্মীরা বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের জন্য তার বাড়িতে গেলে জানান বিদ্যুৎ বিল পরিশোধ করবে না। তখন নিয়মানুযায়ী সংযোগ বিচ্ছিন্ন করে দেন লাইনম্যান সোহাগ ও রাহুল।

এতে ক্ষুব্ধ হয়ে আব্দুর রহিম ঘর থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে ২ রাউন্ড গুলি করে। তবে তা লক্ষ্যভ্রষ্ট হয়। পরে লাইনম্যান সোহাগ মিয়াকে ধরে বেধড়ক মারধর করে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন অফিসে খবর দেন। পরে বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন এবং তাকে উদ্ধার করে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভেড়ামারা থানা পুলিশ।

 

কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি ভেড়ামারা জোনাল অফিসের ডিজিএম জাহাঙ্গীর আলম বলেন, বিদ্যুৎ গ্রাহক তাজমল হোসেনের ৪ মাসের বিল বকেয়া থাকায় অফিসের নিয়ম অনুযায়ী তাকে বলা হয় এবং আলোচনা সাপেক্ষে লাইন বিচ্ছেদ করলে গ্রাহকের ছেলে আব্দুর রহিম ক্ষিপ্ত হয়ে লাইনম্যানদের গুলি করে ও পরে বেধড়ক মারধর করে আঘাত করে।

কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার (প্রশাসন) এফ এম সাইদুর রহমান বলেন, চার মাসের বিদ্যুৎ বিল পরিশোধ না করায় এক গ্রাহকের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করায় লাইনম্যানদের লক্ষ্য করে গুলি করা হয়। তবে কেউ গুলিবিদ্ধ হয়নি। কিন্তু বেধড়ক মারধর করে আহত করা হয়।

ভেড়ামারা থানার ওসি আব্দুর রব তালুকদার বলেন, এ ঘটনায় একজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ।

Hello world!

13 January 2025, 66641 বার পড়া হয়েছে,