বিজয়নগরে শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে সংঘর্ষের ঘটনায় মামলা

ব্রাহ্মণবাড়িয়া, 23 February 2025, 37 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় শুক্রবার রাতে বিজয়নগর থানায় মামলা হয়েছে। ঘটনায় ছুরিকাঘাতে আহত পেটুয়াজুড়ি গ্রামের বিল্লাল মিয়ার সহধর্মিণী রুনা আক্তার মামলাটি দায়ের করেন।

মামলায় আসামী করা হয়েছে ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁ, বিজয়নগর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী শাহিন আলম খান, ইছাপুরা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো: রুবেল মিয়া, কাসেম কিবরিয়া, মোহাম্মদ আলিসহ ১৭ জনকে। এছাড়া অজ্ঞাতনা আরো ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রওশন আলী মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত বিল্লাল মিয়ার স্ত্রীর দেওয়া অবিযোগ মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।

Hello world!

13 January 2025, 19302 বার পড়া হয়েছে,