বিজয়নগরের ওসি রওশন আলী ক্লোজড

ব্রাহ্মণবাড়িয়া, 20 April 2025, 29 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন আলীকে ক্লোজড করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) রাতে জেলা পুলিশ সুপার এহতেশামুল হক এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করেছেন। রওশন আলীর জায়গায় স্থলাভিষিক্ত করা হয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম কে। বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) অমিতাভ দাশ তালুকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার অফিসার ইনচার্জ রওশন আলীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে। তিনি সাধারণ মামলা দেখিয়ে গ্রেফতার করে টাকা আদায়, মাদক ব্যবসায়ীদের সাথে সখ্যতা, মোটা অংকের টাকার বিনিময়ে আসামী ছেড়ে দেওয়া, ছিনতাইকারী ও ডাকাতদের গ্রেফতারে গড়িমসি, রাজনৈতিক এক মামলায় গ্রেফতার দেখিয়ে দাবিকৃত টাকা পরিশোধ না করতে পারলে একাধিক মামলায় আসামী করা, সংঘর্ষে আহতদের মামলা না নেয়া, সংঘর্ষের মামলা নিলেও আসামীদের গ্রেফতারে তালবাহানা করা এবং ফসলি জমি কাটায় জব্দকৃত ট্রাক্টর টাকার বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগ রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ওসির এসব অপকর্মের বিরুদ্ধে সচেতন ছাত্র-জনতা ফুঁসে উঠেছিল। সাধারণ মানুষ ও ওসির অনিয়মে অতিষ্ঠ ছিলেন। গত এক সপ্তাহ যাবৎ ওসি রওশন আলীর অনিয়ম ও দুর্নীতি নিয়ে বিভিন্ন মিডিয়ায় একের পর এক সংবাদ প্রকাশের পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নড়েচড়ে বসেন।

Hello world!

13 January 2025, 10855 বার পড়া হয়েছে,