বিএনপি নেতাকে হত্যা

সারাদেশ, 28 October 2025, 34 বার পড়া হয়েছে,

ক্রইম সন্ধান ডেস্ক

নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানা শেখকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২৭ অক্টোবর) রাতে এ হামলার ঘটনা ঘটে, আর মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সম্প্রতি মাসুদ রানা শেখের সঙ্গে প্রতিপক্ষ গোষ্ঠীর বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার রাতে বাবরা-হাচলা ইউনিয়নের নিজ এলাকায় তাকে লক্ষ্য করে একদল দুর্বৃত্ত হামলা চালায়। হামলাকারীরা তাকে হাতুড়ি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। এতে তিনি গুরুতর আহত হন।

পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কালিয়া থানার ওসি মামুন বলেন, গতকাল রাতে মারামারির খবর পেয়েছিলাম। আজ সকালে মাসুদ রানার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Hello world!

13 January 2025, 66154 বার পড়া হয়েছে,