বিএনপির ৫ নেতাকর্মীকে গুলি

সারাদেশ, 6 November 2025, 25 বার পড়া হয়েছে,

ক্রইম সন্ধান ডেস্ক

চট্টগ্রামের রাউজান উপজেলায় বিএনপির পাঁচ নেতাকর্মীকে গুলি করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে বুধবার (৫ নভেম্বর) রাত ১২টার দিকে রাউজানের বাগোয়ান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়া এলাকায়।

গুলিবিদ্ধরা হলেন- আব্দুল্লাহ সুমন, ইসমাইল, খোরশেদ, রুবেল ও সোহেল। এদের মধ্যে উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সুমনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, মোটরসাইকেল ও একটি গাড়িতে করে কয়েকজন দুর্বৃত্ত এসে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

রাউজান উপজেলা বিএনপি সভাপতি জসীম উদ্দিন চৌধুরী বলেন, ৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা শেষ করে রাত ৯টার দিকে পাঁচ নেতাকর্মী বাড়ি ফিরছিলেন। পথে বাগোয়ান কুইয়াপাড়া চৌধুরীপাড়া এলাকায় ৯ থেকে ১০ জন সশস্ত্র সন্ত্রাসী হঠাৎ গুলি চালায়। এতে পাঁচজন আহত হন। গুরুতর আহত সুমনের বুকের বাম পাশে গুলি লেগেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ পাঁচজনের মধ্যে সুমনের অবস্থা সংকটাপন্ন।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান–রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. বেলায়েত হোসেন। তিনি বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে পাঁচজন গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করা গেছে। কারা, কেন এই হামলা চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Hello world!

13 January 2025, 66242 বার পড়া হয়েছে,