বাজারে ন্যাযমূল্য না থাকায় ক্ষেতের মধ্যে বিনামূল্যে টমেটো বিতরণ 

ব্রাহ্মণবাড়িয়া, 6 March 2025, 16 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : টমেটো নিয়ে বিপাকে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া গ্রামের কৃষক সাইফুল। জমিতে টমেটোর বাম্পার ফলন হলেও বাজারে ন্যায্যমূল্য না থাকায় ফলে কয়েক শ মণ পাকা টমেটো ক্ষেতেই নষ্ট হচ্ছে। আবার ক্ষেত থেকে তুলে বাজারে নিয়ে গেলেও পাচ্ছেন না কাঙ্ক্ষিত দাম।
এমন অবস্থাতে বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে স্থানীয় এলাকাবাসীর মানুষের মাঝে বিনামূল্যে ক্ষেত থেকে টমেটো তুলে নিতে বলেন তিনি। খবর পেয়ে স্থানীয় এলাকাবাসীর ঢল নামে ক্ষেতে। যে যেমন পারেন ক্ষেত থেকে টমেটো তুলে নিতে থাকেন।
সরেজমিন দেখা গেছে, ক্ষেতে নারী, পুরুষ, কিশোর, কিশোরী, বুড়ো বুড়ি ক্ষেত থেকে এসে কাঁচা পাকা টমেটো তুলে বস্তা, বোল, বালতি ও ব্যাগ ভরে নিয়ে যাচ্ছেন। পবিত্র রমজান উপলক্ষে বিনামূল্যে টমেটো পেয়ে কৃষকের পরিবারের জন্য মন থেকে দোয়া করছেন স্থানীয় এলাকাবাসী।
এ বিষয়ে কৃষক সাইফুল বলেন, বাজারে ন্যায্যমূল্য না থাকাতে ক্ষেতেই টমেটো নষ্ট হচ্ছে। নষ্ট হওয়ার চেয়ে মানুষ পেলে উপকার হবে। এ চিন্তা করে মানুষের মাঝে বিনামূল্যে টমেটো বিতরণ করে দিলাম। যে যেমন পারে ক্ষেত থেকে এসে টমেটো তুলে নিতে বলি।

Hello world!

13 January 2025, 10800 বার পড়া হয়েছে,