ক্রইম সন্ধান ডেস্ক
প্রকাশিত : ১৯ আগষ্ট ২০২৫ , ০৬:৫৪
প্রেমিকার সঙ্গে দেখা না হওয়ায় মনোমালিন্যের জেরে মোবাইল ফোনে ভিডিও কলে কথা বলার সময়ই ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন প্রেমিক ফাহিম হাবিব (১৭)।
সোমবার (১৮ আগস্ট) বিকেলে রংপুর সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের একটি ছাত্রাবাসের ২০২ নম্বর কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ফাহিম জয়পুরহাট সদর উপজেলার ইচুয়া মল্লিকপুর গ্রামের আহসান হাবিবের ছেলে। তিনি অপারেল ম্যানুফ্যাকচারিং বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত ফাহিম হাবিবের মোবাইল ফোনে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভরিয়া গ্রামের এক কিশোরীর সঙ্গে সম্পর্ক ছিল। রোববার তাদের দেখা হওয়ার কথা ছিল কিন্তু দেখা না হওয়ায় তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। সোমবার বিকেলে ভিডিও কলে কথা বলার সময়ই ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন ফাহিম হাবিব। ঘটনাস্থলে তার রুমমেট না থাকার সুযোগে দরজার সিটকিনি ভেতর থেকে সিটকিনি লাগানো ছিল।
বিষয়টি নিশ্চিত করে তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী জানান, সহপাঠীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে। মরদেহ উদ্ধারের পর পরিবারের সদস্যদের খবর দেয়া হয়। তাদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলেও জানান তিনি।