নেত্রকোনায় সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

সারাদেশ, 25 July 2025, 73 বার পড়া হয়েছে,

ক্রইম সন্ধান ডেস্ক

প্রকাশিত : ২৫ জুলাই ২০২৫ , ১৯:৫৩

 

নেত্রকোনার বারহাট্টায় সাড়ে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গোপালপুর মাঝিপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।  ধর্ষণের শিকার শিশুটিকে রক্তাক্ত অবস্থায় নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

পুলিশ ও ভুক্তভোগী শিশুটির স্বজনরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবেশী প্রণয় দাসের কিশোর ছেলে শান্ত চন্দ্র দাস (১৬) শিশুটিকে খেলার কথা বলে একটি ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে পালিয়ে যায়।  ঘটনার পর শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে গিয়ে কান্নাকাটি শুরু করে। তখন তার মা ও পরিবারের অন্যরা জিজ্ঞাবাদ করে ঘটনা সম্পর্কে জানতে পারেন।  রক্তপাতের কারণে শিশুটিকে প্রথমে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে বারহাট্টা থানায় মামলা দায়ের করেছেন।  বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান বলেন, আসামি পলাতক রয়েছে।  তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

Hello world!

13 January 2025, 66647 বার পড়া হয়েছে,