নবীনগর রাধিকা সড়কে মোটরসাইকেল ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত -২

ব্রাহ্মণবাড়িয়া, 29 April 2025, 15 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ শে এপ্রিল )দুপুরে নবীনগর টু রাধিকা সড়কের ধনাশী গ্রামের বাজারের সম্মুখভাগের সড়কে এই দূর্ঘটনার ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন, উপজেলার বিদ্যাকটু ইউনিয়নের সেমন্তঘর গ্রামের মোঃ আহাদ মিয়ার ছেলে পারভেজ (২২) ও শিবপুর গ্রামের মোস্তফা মিয়ার ছেলে মোঃ উজ্জল (১৮)।

প্রত্যক্ষদর্শী ও স্হানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে নবীনগর-রাধিকা সড়কে অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটলে ঘটনাস্হলেই উজ্জল মারা যায়।পরবর্তীতে গুরতর অবস্থায় আহত পারভেজকে উদ্ধার করে জেলার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান,অটোরিকশা ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষের ফলে দুজন গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে একজন নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ও অপরজন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

Hello world!

13 January 2025, 11501 বার পড়া হয়েছে,