নবীনগরে যুবলীগ নেতা রুহুল আমিন গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া, 23 April 2025, 28 বার পড়া হয়েছে,
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক  সৈয়দ রুহুল আমিন চিশতি (৪২) কে গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ। বুধবার দুপুরে নবীনগর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রুহুল আমিনকে নাটঘর ইউনিয়ন বিএনপি’র অফিস ভাংচুরের মামলায়  গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তারকৃত রুহুল আমিন পৌর এলাকার  মাঝিকাড়া গ্রামের অহিদ উদ্দিন চিশতির ছেলে। সে উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক পদে রয়েছেন।
নবীনগর থানার (ওসি) আবদুর রাজ্জাক গ্রেপ্তারের বিষয় টি নিশ্চিত করে বলেন, নাটঘর ইউনিয়ন বিএনপি’র অফিস ভাংচুরের মামলায় তাকে গ্রেপ্তার করে ব্রাহ্মণবাড়িয়া আদালতে প্রেরণ করা হয়েছে।

Hello world!

13 January 2025, 11001 বার পড়া হয়েছে,