নতুন ব্রিজ নির্মানে পাকা ধান নষ্ট, কৃষকের মাথায় হাত 

ব্রাহ্মণবাড়িয়া, 17 April 2025, 45 বার পড়া হয়েছে,
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মজলিস পুর ইউনিয়নে আমির পাড়া, চানপুর, আনন্দ পুর  তিতাস নদীর পূর্ব পাশে খালের উপর ১৫ মিটার গার্ডার ব্রিজ নির্মানে কারনে হাজার হাজার কৃষকের পাকা ধান নষ্ট হচ্ছে বলে অভিযোগ ওঠেছে,  ২০২৩ – ২০২৪ ইং বছরের গ্রামীণ রাস্তা ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু কাজ বর্তমানে  চলমান আছে, কাজ বিলম্বিত হওয়ায় কৃষকের প্রায় আড়াই হাজার হেক্টর  পাকা ধান জমিতে পড়ে আছে, বেশিভাগ কৃষকের দাবি তারা ব্যাংক ও সমিতির  থেকে লোন  নিয়ে জমির চাষাবাদ করেছেন। ব্রিজের কাজের  ব্যাপক অনিয়ম হয়েছে বলে এলাকাবাসীর দাবি। দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণমন্ত্রনালয়ের ব্রিজ নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১৪ লক্ষ ৬০ হাজার ২৪১ টাকা।
এ বিষযে মোটো ফোনে জানতে চাইলে ঠিকাদার আশিক জানান মাত্র কয়েকদিন আগে আমি ব্রিজ ঢালাই করেছি। আমি ব্রিজের নিচের বাঁশ সরাতে পারব না আপনি  ইন্জিনিয়ারের সাথে যোগাযোগ করুন।
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সিফাত মো : ইশতিয়াক ভুঁইয়া বলেন আমি এখনি  কাজের সাইডে ইন্জিনিয়ার পাঠাইব তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Hello world!

13 January 2025, 18662 বার পড়া হয়েছে,