দুই বাংলাদেশিকে ধরে নেওয়ায় গ্রামবাসীর পাল্টা অ্যাকশন

সারাদেশ, 2 May 2025, 36 বার পড়া হয়েছে,
বিরল (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ০২ মে ২০২৫, ১৭:২৭ |অনলাইন সংস্করণ

 

বাংলাদেশি দুই কৃষককে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় তাৎক্ষণিক দুই ভারতীয় নাগরিককে আটক করেছে স্থানীয় গ্রামবাসী।

শুক্রবার (২ মে) দুপুরে বিরল উপজেলার ধর্মজৈন সীমান্ত এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিরলের ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তে ধান কাটছিলেন মাসুদ ও এনামুল নামের দুই কৃষক। দুপুর ১২টার দিকে ৩২০ নম্বর মেইন পিলারের সাব পিলার ৯ ও ১০ এর মাঝামাঝি থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ।

 

এ ঘটনার প্রতিবাদে দুই ভারতীয় নাগরিককে ধরে এনে আটকে রেখেছে স্থানীয় গ্রামবাসী। আটক দুই ভারতীয় নাগরিক হলেন- অবিনাশ টুডু ও ফিলিপ সরেন। তাদেরকে কারুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে।

 

এ বিষয়ে বিজিবি বা পুলিশ প্রশাসনের পক্ষে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

তবে ইউনিয়নের চেয়ারম্যান নুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বাংলাদেশি দুই নাগরিককে ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদে দুই ভারতীয় নাগরিককে ধরে নিয়ে আসে গ্রামবাসী।

 

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর বলেন, এখনো কোনো পতাকা বৈঠক নিয়ে বিজিবি-বিএসএফের মধ্যে চিঠি আদান প্রদান হয়নি।

Hello world!

13 January 2025, 16269 বার পড়া হয়েছে,