তিতাস নামে গ্যাস বৈধকরণের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়া, 21 August 2025, 78 বার পড়া হয়েছে,
আদিত্ব্য কামাল : ব্রাহ্মণবাড়িয়ায় বাখরাবাদ গ্যাস ফিল্ডের নাম পরিবর্তনের সিদ্ধান্তের বিরুদ্ধে এবং গ্যাস সংযোগ বৈধকরণের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
বুধবার (২০ আগস্ট) সকালে ভাদুঘর এলাকার সর্বস্তরের মানুষ এই কর্মসূচিতে অংশ নেন।

সকাল ১১টার দিকে ভাদুঘর বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কুমিল্লা-সিলেট মহাসড়কের ফাটাপুকুর পাড় এলাকায় গিয়ে সড়ক অবরোধ করে। এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং প্রায় ৪০ মিনিট যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে।

বিক্ষোভকারীরা জানান, বাখরাবাদ গ্যাস ফিল্ডটি ব্রাহ্মণবাড়িয়ার সম্পদ এবং এটি তিতাস নদীর তীরে অবস্থিত হওয়ায় গ্যাস ফিল্ডটির নাম ‘তিতাস গ্যাস ফিল্ড’ রাখাই হবে যথাযথ। কোনোভাবেই তারা বাখরাবাদ নামে নামকরণ মেনে নেবেন না।

তারা আরও বলেন, বহু বছর ধরে এলাকাবাসী অবৈধভাবে গ্যাস ব্যবহার করছেন। এ অবস্থায় একটি সুস্পষ্ট নীতিমালার আওতায় এসব সংযোগকে বৈধ করা হলে সরকার যেমন রাজস্ব পাবে, তেমনি নাগরিকরাও সেবা পাবে বৈধভাবে। পরে বিক্ষোভকারীদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কাছে তাদের দাবিসমূহ তুলে ধরে একটি স্মারকলিপি প্রদান করেন।

এই কর্মসূচিতে ভাদুঘর ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আক্তার জাহান রনি, সাবেক কাউন্সিলর আবু ছায়েদ সর্দার, সাবেক ছাত্রনেতা এ.টি.এম. সুলাইমান, হারুন মিয়া সহ এলাকার নারী-পুরুষ এবং গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এলাকাবাসী জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

Hello world!

13 January 2025, 66605 বার পড়া হয়েছে,