ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ট্রেনের ১টি বগি লাইনচ্যুত, প্রায় ৯ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক 

ব্রাহ্মণবাড়িয়া, 9 March 2025, 27 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে কেউ হতাহত হয়নি। শনিবার (৮ মার্চ) রাত পৌনে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর ডাউন পথের এক নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছিল এর প্রায় নয় ঘণ্টা পর নির্ধারিত গন্তব্যের দিকে ছেড়ে গেছে ট্রেনটি। দুর্ঘটনা কবলিত বগিটি রেখে সকাল পৌণে নয়টার দিকে ট্রেনটি নির্ধারিত গন্তব্যের দিকে ছেড়ে যায়।
এদিকে দুর্ঘটনার কারণে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ের স্টেশনের এক নং লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ থাকায় অন্যান্য ট্রেনে কিছুটা সিডিউল বিপর্যয় দেখা দিয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের প্রধান বুকিং সহকারি মো. কবির হোসেন, সহকারি স্টেশন মাস্টার সাকির, ট্রেন যাত্রী এমরান উদ্দিন ও মহানগর এক্সপ্রেস ট্রেনের আনঅফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানা যায়, রাত ১১টা ৪০ মিনিটের দিকে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে প্রবেশ করে। ট্রেনটি থামার আগ মুহুর্তে মাঝামাঝি থাকা ‘ঝ’ বগি লাইন থেকে সরে যায়। এতে ট্রেন বেশ ঝাঁকুনি খায়। ট্রেনের কয়েকটি বগিতে ধোঁয়া উড়তে দেখা যায়। এতে করে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে আখাউড়া থেকে উদ্ধারকারি ট্রেন গিয়ে দুর্ঘটনা কবলিত বগি সরিয়ে নেয়। মহানগর এক্সপ্রেস ট্রেনের যাত্রীদেরকে একই গন্তব্যের তুর্ণা নিশিথা এক্সপ্রেস ট্রেনে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়।

Hello world!

13 January 2025, 11173 বার পড়া হয়েছে,