ডিবি পুলিশ পরিচয়ে বিয়ে বাড়িতে ডাকাত দলের হানা ,স্বর্ণালংকার লুট

সারাদেশ, 12 October 2025, 43 বার পড়া হয়েছে,

ক্রইম সন্ধান ডেস্ক

চট্টগ্রামের কর্ণফুলীতে নতুন বউ নিয়ে বর ঘরে প্রবেশের পরই ডিবি পুলিশ পরিচয়ে একদল ডাকাত বিয়ে বাড়িতে হানা দিয়েছে। এ সময় ডাকাতরা প্রায় ১১ ভরি স্বর্ণালঙ্কার, দুই লাখ টাকা ও দুটি স্মার্টফোন লুট করে নেয়।

শনিবার (১১ অক্টোবর) রাত দেড়টার দিকে কর্ণফুলী উপজেলায় বড় উঠান ইউনিয়নের শাহমীরপুর এলাকার মোহাম্মদ মিয়ার নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ডাকাত দলের কয়েকজন আগেই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিল বলে ধারণা করা হচ্ছে। সাদা গেঞ্জি ও জিন্স পরা ওই ব্যক্তিদের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে তাদের শনাক্ত করা সম্ভব হবে।

জানা গেছে, আনোয়ারার জয়কালী বাজারের তাহিন কনভেনশন সেন্টারে বিয়ের অনুষ্ঠান শেষে বর পক্ষরা রাত দেড়টার দিকে বাড়ি ফিরেন।

বর আরিফুল ও তার বড় ভাই আলমগীর জানান, বাড়ি ফেরার কিছুক্ষণ পরই সাদা ও আকাশি রঙের পোশাক পরা আটজন ‘ডিবি পুলিশ’ পরিচয়ে অস্ত্র হাতে ঘরে ঢোকে। এ সময় তারা ঘরে থাকা নতুন বউ, আমার মা এবং বিয়েতে আসা নারী অতিথিদের অস্ত্রের মুখে কক্ষে আটকে রেখে আলমারি ও লকার ভেঙে প্রায় ১১ ভরি স্বর্ণালঙ্কার, দুই লাখ টাকা ও দুটি স্মার্টফোন লুট করে নেয়।

ভুক্তভোগীদের দাবি, ঘটনার সময় পুলিশ আমাদের বাড়ির আশপাশে অবস্থান করছিল। ডাকাতদের সঙ্গে মুখোমুখি অবস্থায়ও তারা কোনো ব্যবস্থা নেয়নি। ডাকাতরা অস্ত্র তাক করলে পুলিশ পিছিয়ে যায়। পরে আমরা নিজেরাই প্রাইভেটকারে তাদের পিছু নিই, কিন্তু তারা শান্তিরহাট হয়ে পালিয়ে যায়।

কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. জামাল উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে। এখনো মামলা হয়নি। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Hello world!

13 January 2025, 66285 বার পড়া হয়েছে,