টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের

ব্রাহ্মণবাড়িয়া, 5 April 2025, 22 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগকে কেন্দ্র করে শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার মো. এহতেশামুল হক।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, আগামীকাল (রবিবার) থেকে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এবারের নিয়োগে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দালালমুক্ত পরিবেশ বজায় রেখে প্রার্থী নির্বাচন করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
তিনি আরও জানান, এ নিয়োগ প্রক্রিয়ায় মোট ৫৭৮ জন প্রার্থী আবেদন করেছেন। তাঁদের প্রত্যেককে সঠিকভাবে যাচাই-বাছাই করে দক্ষ ও যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।
পুলিশ সুপার বলেন, “আমি সকল প্রার্থী এবং তাঁদের অভিভাবকদের অনুরোধ জানাই—কেউ যেন কোনো দালালের খপ্পরে না পড়েন। এই নিয়োগে কোনো ধরনের অর্থ লেনদেন বা সুপারিশের স্থান নেই। শুধুমাত্র প্রার্থীর যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হবে।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- মো. ইকবাল হোসাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),মো. ওবায়দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস),মোহাম্মদ মহিদুল ইসলাম, ডিআইও-১, ডিএসবি, মোহাম্মদ মোজাফফর হোসেন, অফিসার ইনচার্জ, সদর মডেল থানা,উত্তম কুমার শর্মা, ইনচার্জ, পুলিশ মিডিয়া উইংস।সংবাদ সম্মেলনে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Hello world!

13 January 2025, 10779 বার পড়া হয়েছে,