জুলাই অভ্যুত্থান নয়, যেসব ছবি থাকছে নতুন নোটে

জাতীয়, 24 May 2025, 33 বার পড়া হয়েছে,

ক্রইম সন্ধান ডেস্ক

প্রকাশিত : ২৪ মে ১৯:০৮

 

ঈদুল আজহার আগেই বাজারে আসছে নতুন নকশার নোট। এসব নোটে শেখ মুজিবের ছবি থাকছে না, তা আগেই জানা ছিল। তবে, নতুন নোটে শেখ মুজিবের ছবি সরিয়ে জুলাই অভ্যুত্থানের প্রতিনিধিত্বকারী বিভিন্ন ছবি রাখা হবে বলে যে ধারণা ছিল, তাও হচ্ছে না। বরং, নতুন নকশায় যুক্ত করা হচ্ছে মসজিদ, মন্দির ও ঐতিহাসিক স্থাপনা এবং প্রকৃতির ছবি।

শনিবার (২৪ মে) পিকেএসএফ ভবনে এক অনুষ্ঠান শেষে প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

তিনি জানান, ১ হাজার, ৫০ এবং ২০ টাকার নতুন নোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেখানে থাকছে মসজিদ, মন্দির ও ঐতিহাসিক স্থাপনার ও প্রকৃতির ছবি।

 

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, তিনটা নোট বাজারে আসছে খুব শিগগিরই। এটা ঈদের আগেই দেখতে পাবেন আপনারা। এখানে কোনো ব্যক্তির ছবি থাকবে না। এখানে আমাদের প্রাকৃতিক দৃশ্য, আমাদের কিছু ঐতিহ্যবাহী ভবন ইত্যাদি থাকবে।

এর আগে, বছরের শুরুর দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে নতুন নকশার টাকার নোট আগামী এপ্রিলের শেষে বা মে মাসের শুরুতে বাজারে আসতে পারে বলে আভাস দিয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

কী ধরনের স্থাপনার ছবি থাকবে সে বিষয়ে ধারণা দিয়ে গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ঐতিহাসিকভাবে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো থাকবে। সেটা মসজিদই হোক, মন্দিরই হোক বা অন্যকিছু। সেখানে আমরা কোনো পার্থক্য করছি না।

 

Hello world!

13 January 2025, 18726 বার পড়া হয়েছে,