জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়া, 15 October 2025, 118 বার পড়া হয়েছে,
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পশ্চিম পাইকপাড়া (টেংকেরপাড়) এলাকায় জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে রোমানা আক্তারের বসত বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে।
এই ঘটনায় রোমান আক্তার বাদী হয়ে আদালতে দ্রুত বিচার আইনে অভিযোগ দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গত ১৪/০৯/২৫ ইং তারিখ অনুমান বিকাল ৫ টার দিকে আশুগঞ্জ থানার তারুয়া গ্রামের সেলিম সরকারের মেয়ে শারমিন সরকার (কামরুন্নাহার) দলবল নিয়ে ঘরের চালা খুলে জোরপূর্বক ভিতরে প্রবেশ করে রোমানা আক্তারকে মারপিট করে ঘর থেকে বের করে দরজা জানালা ভাংচুর করে। ঘরের মূল্যবান মালামাল, ১০ ভরি স্বর্ণালংকার নগদ ৬০ হাজার টাকা লুন্ঠন করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য সর্বসাকুল্যে ৩০ লক্ষ টাকা।
মামলার বাদী রোমানা আক্তার বলেন, আশুগঞ্জ থানাধীন তারুয়া গ্রামের ফেরদৌসী জাহান মুন্নী’র মাতা ও তার ভাইদের নিকট থেকে ২ কিত্তা দলিল মুলে জায়গা ক্রয় করে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন। এরইমধ্যে তারুয়া গ্রামের শারমিন সরকার জায়গা জবর দখল করা অবস্থায় মামলা করায় আরো ক্ষিপ্ত হয়ে উঠে এবং ১৭/০৯/২৫ ইং রাত ১০টার দিকে একই কায়দায় শারমিন সরকার রাজমিস্ত্রী এনে ইট-সিমেন্ট-বালু দিয়ে ঘরের দরজা বন্ধ করে বাউন্ডারি দেয়াল নির্মাণ করে ফেলে। যার ফলে তার বসত ঘরে যায়তে পারছে না। এবং সে চরম নিরাপত্তাহীনতা সহ সম্পত্তি বেহাতের আশংকা রয়েছে।
এমতাবস্থায় আইনী প্রতিকার পেতে আদালতে বিচার প্রার্থী হয়। আদালত বিষয়টি আমলে নিয়ে সদর থানাকে তদন্তক্রমে এফ আই আর রজু করতে আদেশ দেয় বলে জানায় রোমানা আক্তার।

Hello world!

13 January 2025, 66174 বার পড়া হয়েছে,