ক্রইম সন্ধান ডেস্ক
চাঁদপুরে আগুনে দগ্ধ গৃহবধূ শাহনাজ বেগম লাকি (৩৬) মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত সুদকারবারি নাছিমা বেগমের (৪২) বাড়িতে আগুন দেয়। বুধবার রাতে ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের উপাদিক গ্রামে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের কমান্ডার কামরুল ইসলাম।
জানা যায়, গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে সুদের টাকার জন্য নাছিমা বেগম ও তার সহযোগীরা শাহনাজ বেগমের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছিল। এ ঘটনায় মামলা হলে পুলিশ নাছিমাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
স্থানীয়রা জানান, পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ে বুধবার বিকেলে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান শাহনাজ বেগম লাকি।
এ খবর এলাকায় পৌঁছালে উত্তেজিত জনতা সন্ধ্যার পর নাছিমা বেগমের বাড়ির সামনে জড়ো হয়। এক পর্যায়ে তারা লুটপাট চালিয়ে বসতঘরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের কমান্ডার কামরুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। উত্তেজিত জনতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
পরে সেনাবাহিনী ও ফরিদগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম।