গহিন পাহাড়ে ১৫ অপহৃত উদ্ধার, আটক ২

অপরাধ, 24 January 2025, 45 বার পড়া হয়েছে,
অপরাধ ডেস্ক : কক্সবাজারের টেকনাফে বাহারছড়া ৮নং ওয়ার্ডের কচ্ছপিয়া এলাকার গহিন পাহাড়ে সাঁড়াশি অভিযান চালিয়ে অপহৃত ১৫ জনকে উদ্ধার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।

এ অভিযানে অপহরণ চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। তারা হলেন- বাহারছড়া কচ্ছপিয়া করাচিপাড়া ৮নং ওয়র্ডের নুরুল কবিরের ছেলে মো. হারুন (২৫) ও নুর মোহাম্মদ (১৯)।

শুক্রবার বিকালে টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা জানতে পারি যে, আটক আসামিরা পরস্পর যোগসাজশে উদ্ধার ভিকটিমদের বিভিন্ন প্রলোভনে ১৬-১৭ দিন ধরে মুক্তিপণ আদায়ের জন্য জোরপূর্বক গহিন পাহাড়ের চূড়ায় আটকে রেখেছে। যাদের মধ্যে বাংলাদেশি ও বাস্তুচ্যুত রোহিঙ্গা শরাণার্থীরাও ছিল। খবর পেয়ে পুলিশের একাধিক টিম গহিন পাহাড়ে অপহরণকারীদের আস্তানায় অভিযান চালিয়ে ১৫ ভিকটিমকে উদ্ধার করে। যাদের মধ্যে স্থানীয় এক ও পাঁচজন রোহিঙ্গা শিশু রয়েছে।  অপহরণ চক্রের ২ সদস্যকে আটক করে।

উদ্ধার ভিকটিম ও আটক আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

Hello world!

13 January 2025, 10751 বার পড়া হয়েছে,