শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদ্যুৎচালিত মোটর দিয়ে পুকুরে পানি সেচার কাজ করতে গিয়ে দুইজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন। উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের নতুন বাজার এলাকার মোল্লা বাড়িতে দুপুর এগারোটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানা যায়। নিহত দুজন হলেন -ঐ এলাকার আতিকুর রহমান মোল্লার ছেলে আবুল খায়ের মোল্লা (৪৫) ও একই এলাকার আবু তাহের মোল্লার ছেলে জাকারিয়া মোল্লা (২০)। এ ব্যপারে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল কাদের জানান, মোল্লা বাড়ির নিজস্ব একটি পুকুরে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি সেচের কাজ করার সময় তারা দুজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়ে পড়লে গুরুতর আহত দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, এ ব্যাপারে সকল ধরনের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।