আখাউড়ায় ১৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া, 20 March 2025, 12 বার পড়া হয়েছে,
শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ১৫০০ (এক হাজার পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ পপি বেগম (৩০) নামের এক মাদক কারবারী কে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত মাদক কারবারী জেলার আখাউড়া থানা ও পৌরসভার স্হায়ী গ্রাম- শিবনগর (পূর্বপাড়া) ইউনিয়ন- মনিয়ন্দ বর্তমান-দেবগ্রাম (দক্ষিন পূর্বপাড়ার ) ইব্রাহীম মিয়ার স্ত্রী।পুলিশের মিডিয়া উইংসের তথ্য মতে, থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২০ জানুয়ারী) সকাল ০৮ঃ২৫ মিনিটে কর্নেল বাজার টু ধাতুরপহেলা গামী তিন রাস্তার মোড় পাকা রাস্তার উপর থেকে আসামীর শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা এক হাজার পাঁচশত পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে হাতে নাতে গ্রেফতার করে। এ ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ছমি উদ্দিন জানান,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে থানায় নিয়মিত আইনে মাদক মামলা রুজু করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Hello world!

13 January 2025, 11065 বার পড়া হয়েছে,