***বিয়ের ১ সপ্তাহ পরই স্বামীকে বালিশ চাপায় হত্যা***

ব্রাহ্মণবাড়িয়া, 17 May 2025, 34 বার পড়া হয়েছে,

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌরসভার ৪নং ওয়ার্ড মসজিদ পাড়া থেকে মোঃ হাসান মিয়া(২৮) নামে এক ফার্মেসী কর্মী স্বামী কে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে বালিশ চাপা দিয়ে খুন করলো নববধু জান্নাত আক্তার (২৩)।

এ খবর পেয়ে আজ ১৭ মে ভোর ৫ টার সময় হাসানের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত হাসানের পিতার নাম মোঃ আলফু মিয়া। হাসান পৌরসভার মসজিদ পাড়ার ইসমাইল সরদারের বাড়িতে ভাড়া থাকতেন। গত এক সপ্তাহ আগে জান্নাত আক্তার কে বিয়ে করেন হাসান। ঘাতক স্ত্রী জান্নাত আক্তার, মোহাম্মদ আলীর কন্যা। ঠিকানা সঠিকভাবে বলছেনা জান্নাত আক্তার। হাসান মিয়াকে হত্যার অভিযোগে জান্নাত আক্তারকে (স্ত্রী) আটক করেছে পুলিশ।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ছমিউদ্দিন বলেন, তাদের দুজনের এক সপ্তাহ আগে বিয়ে হয়েছে এবং পারিবারিক কলহের জের ধরে স্ত্রী জান্নাত আক্তার স্বামী হাসান মিয়া কে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে বলে জান্নাত আক্তার স্বীকার করেছে।

Hello world!

13 January 2025, 16295 বার পড়া হয়েছে,