ক্রইম সন্ধান ডেস্ক
বগুড়ায় পুলিশের উপর হামলা চালিয়ে রিজ্জাকুল রহমান রাজু নামে একজন আওয়ামী লীগ নেতাকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার রাত ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার ভোলাখার চক মহল্লায় এ ধরনের ঘটনা ঘটে।
রোববার (৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান।
জানা যায়, আওয়ামী লীগ নেতা রাজুর হাতে সেই সময় হাতকড়া পরা ছিল। তিনি ভোলাখার চক মহল্লার বদর উদ্দিন বদরের ছেলে, সাবেক ভাইস চেয়ারম্যান এবং শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ জানায়, আওয়ামী লীগ নেতা রাজুর নামে একাধিক মামলা আদালতে চলমান রয়েছে। গত শনিবার রাতে পুলিশ তাকে তার বাসা থেকে গ্রেফতার করে। পরে হাতকড়া পরে থানায় নেওয়ার পথে রাজুর স্বজনরা এবং স্থানীয়রা পুলিশের উপর হামলা চালিয়ে তাকে হাতকড়া সহ পুলিশ থেকে ছিনিয়ে নেয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, রাজুর বিরুদ্ধে নাশকতা, বিস্ফোরক দ্রব্য, হামলা ও ভাংচুরসহ একাধিক মামলা রয়েছে। আমাদের থানার এসআই মামুন তার সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করে থানার দিকে নিয়ে যাচ্ছিল। পথে তার স্বজনরা পুলিশকে লক্ষ্য করে হামলা চালিয়ে তাকে হাতকড়া সহ উদ্ধার করেছে। তাকে গ্রেফতার এবং হাতকড়া উদ্ধার করতে পুলিশ অভিযান শুরু করেছে।